শুক্রবার ২৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | ফের নৃশংস র‍্যাগিং-এর অভিযোগ যাদবপুরে! এবার অভিযোগ দুই 'প্রাক্তন' এসএফআই কর্মীর বিরুদ্ধে

SG | ২২ মে ২০২৫ ১৮ : ১৬Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: আবারও র‍্যাগিং-এর অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তবে এবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে।  বিভাগের প্রথম বর্ষের এক পড়ুয়াকে র‍্যাগিং করার অভিযোগে তোলপাড় ক্যাম্পাস। অভিযোগ, শারীরিক এবং মৌখিক হেনস্তার। অভিযোগ উঠেছে দুই 'প্রাক্তন' এসএফআই কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত দু'জনই ওই বিভাগের পিএইচডি স্কলার। 

অভিযোগ, ওবিসি আন্দোলনে যুক্ত থাকার কারণে তাকে হেনস্তা করেন সংশ্লিষ্ট দুই গবেষক- অনুষ্টুপ চক্রবর্তী এবং পরিপূর্ণা মজুমদার। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি লেখায় দেখা যাচ্ছে নিগ্রহের শিকার পড়ুয়াকে বলা হয়, 'একটি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা সত্বেও র‍্যাগার, ধর্ষকদের সঙ্গে কী করে ডেপুটেশন গেছে সে'। এই নিয়ে বুধবার বিকেলে তাকে হেনস্তা করা বলে অভিযোগ। 

এই বিষয় নিগৃহীত পড়ুয়াকে আজকাল ডিজিটালের তরফে যোগাযোগ করা হলে সে জানায়, "এই বিষয় আর মুখ খুলতে অপারগ। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিচারাধীন। আগামীকাল, শুক্রবার এই নিয়ে বৈঠক আছে। কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন"।

এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে ক্যাম্পাসের এস এফ আই নেতা শুভদীপ ব্যানার্জি জানান, অভিযুক্তরা কেউ এসএফআই-এর সাথে যুক্ত নয়। তারা আগে সংগঠন করতেন, ফলত সাংগঠনিকভাবে তাদের কিছু করার অবকাশ নেই। এছাড়া, আক্রান্তের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে সংগঠনের তরফে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজস্ট্রার জানিয়েছেন, অভিযোগকারী তাদের কাছে ইতিমধ্যেই লিখিত অভিযোগ জানিয়েছেন, তিনি অ্যান্টি র‍্যাগিং সেল-এ তা পাঠিয়ে দিয়েছেন, আগামীকাল বিষয়টি নিয়ে বৈঠক হবে।

মাত্র বছর দেড়েক আগেই নির্মম র‍্যাগিং কাণ্ডে সংবাদ শিরোনামে উঠে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হতে হয়েছিল হেনস্তার শিকার। এবার ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল রাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়।


Jadavpur UniversitySFIInternational Relations

নানান খবর

নানান খবর

লরির চাকায় পিষল শিশুর মাথা, মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়

পোশাক আর দাড়ি দেখেই ইন্টার্নকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দিলেন অধ্যাপক? মেডিক্যাল কলেজে তৈরি অনুসন্ধান কমিটি

শিয়ালদহ বা হাওড়ার ছবি তুললেই বিশাল বিপদ? নতুন নিয়ম জেনে সাবধান হোন

বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন 

ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন, এল কোথা থেকে?‌ 

রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে সিংহী পার্কের বিশেষ আয়োজন ‘কবি প্রণাম’

দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি

কলকাতা পুলিশের কনস্টেবল পা রাখলেন মাউন্ট এভারেস্টে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীও

নতুন করে আলোচনার কোনও অবকাশ নেই, হঠকারি জায়গা থেকে সরে এসে সরকারের সঙ্গে সহযোগিতা করুন: ব্রাত্য

রহস্য না কি সম্মিলিত অপরাধ: চকোলেট কাড়ছে শৈশব, কীভাবে?

আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু তা কখনও উগ্র, হিংস্র হয় না: অভিষেক

ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে বিরাট মিছিলের সাক্ষী কলকাতা, পা মেলালেন সেনারাও

শহরে ফের অগ্নিকাণ্ড, মিন্টো পার্কের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন

সাতসকালে বাগবাজারে চাঞ্চল্য, উদ্ধার ব্যক্তির দগ্ধ দেহ

সোশ্যাল মিডিয়া